প্রধান শিক্ষক

জনাব রতন কান্তি বড়ুয়া

প্রধান শিক্ষক

সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় , চট্টগ্রাম দক্ষিণ জেলায় অন্যতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। খ্রিষ্টীয় ১৯৪৬ সনে শিক্ষা সংস্কৃতিতে অনগ্রসর এ জনপদে শিক্ষা প্রসারের মানসে যে জ্ঞান প্রদীপ যাত্রা শুরু করেছিল আজও তা স্বমহিমা ও গৌরবে গতিশীল। মেধা-মননের সাথে সাথে উন্নত নৈতিক চরিত্র ও অনাবিল মানবিক আচরণের প্রশিক্ষণ নিয়ে এসব সম্ভাবনাময় ছাত্র-ছাত্রী উজ্জ্বল স্বপ্ন বুকে এগিয়ে চলেছে প্রত্যাশিত গন্তব্য পানে। কর্মরত নবীন ও প্রবীণ, দক্ষ, অভিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত ও বিষয়ভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের ঐকান্তিক নিরলস প্রচেষ্ঠা,অভিভাবকদের আন্তরিক সহোযোগিতা ও ছাত্র-ছাত্রীদের নিরলস পরিশ্রমের ফলে এ বিদ্যালয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেরা বিদ্যালয়ের তালিকায় গৌরবময় অবস্থান নিশ্চিত করেছে। একাডেমিক লেখাপড়ার পাশািপাশি খেলাধুলা , সংগীত, চিত্রাংকন,বক্তৃতা ও বিতর্ক ইত্যাদিতে এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা ও অংশগ্রহণ করে আসছে। সুচিন্তিত কর্ম পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়নই আমাদের বৈশিষ্ট্য। এ  পরিকল্পনারই অংশ শিক্ষার্থী ডায়েরী।

ডায়েরীর যথাযথ ব্যবহার শিক্ষার্থীদেরকে অধ্যয়নশীল ও সুশৃঙ্খল জীবন গঠনে সাহায্য করবে। আসুন আমরা সকলেই সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে স্বীয় দায়িত্ব পালন করি এবং রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় স্বদেশের সোনালী ভবিষ্যৎ বিনির্মানেরস্বার্থে আমাদের সন্তানদেরকে সত্যিকারের যোগ্য ও দক্ষ মানুষরূপে তৈরী করি।

রতন কান্তি বড়ুয়া
বি.কম,বি.এড,এম.
এড
প্রধান শিক্ষক
সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়

চন্দনাইশ,চট্টগ্রাম।